নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : এবার থেকে গন্তব্য রাজ্যের উদ্দেশে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালানোর জন্য সংশ্লিষ্ট রাজ্যের সম্মতির প্রয়োজন হবে না বলে জানাল রেল। মঙ্গলবার রেলের মুখপাত্র রাজেশ বাজপেয়ী বলেন, ‘শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর জন্য যে স্টেশন থেকে ট্রেন ছাড়া সেই রাজ্যের সম্মতির বাধ্যতামূলক নয়। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুয়ায়ী গন্তব্য রাজ্যের সম্মতির প্রয়োজন হবে না।’
‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন নিয়ে প্রথম থেকেই বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে তরজা বেঁধেছে বিজেপি শাসিত সরকারের। রেলমন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় শ্রমিক ট্রেনের অনুমতি দিচ্ছে না। যদিও বিরোধী সরকারগুলি সেই অভিযোগ অস্বীকার করে এসেছে।
এই অবস্থায় মঙ্গলবার সকালে কেন্দ্রের তরফে একটি এসওপি জারি করে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোডাল কর্তৃপক্ষ তৈরি করবে এবং শ্রমিকদের পাঠানো ও গ্রহণের জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নয়া এসপি-তে জানানো হয়, ট্রেনের সূচি, কোথায় দাঁড়াবে, কোথায় যাবে – পুরোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রক। তবে তার আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে প্রয়োজন জানা হবে। তারইমধ্যে রেলের নয়া সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে অবশ্য প্রশ্ন উঠছে।