নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): দেশজুড়ে করোনা এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রের উপর রাজনৈতিক চাপ বজায় রাখতে চান কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই লক্ষ্যে ২২ মে শুক্রবার দেশের সবকটি বিরোধী দলকে নিয়ে বৈঠকে বসবেন তিনি। ওদিন দুপুর তিনটে নাগাদ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্রের খবর এই বৈঠকে এনসিপি প্রধান শরদ পাওয়ার, জেএমএম নেতা তথা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে নেতা এম কে স্টালিন, সিপিআই (এম) সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদব সহ কুড়িটি রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত থাকবেন। কংগ্রেস সূত্রে খবর করোনা পরিস্থিতি এবং পরিযায়ী শ্রমিকদের তীব্র দুর্দশা ঘোচানোর জন্য এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।