মুম্বাই, ১৯ মে (হি. স.) : করোনা আক্রান্ত বনি কাপুরের বাড়ির এক কর্মচারী চরণ সাউ । আপাতত তাকে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই কর্মী। জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। ফলে তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় বনি কাপুরের ওই কর্মী করোনা আক্রান্ত।
তবে বনি কাপুর এবং তার দুই মেয়ে জাহ্নবী ও খুশি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। একথা বনি নিজেই মিডিয়াকে জানিয়েছেন। এমনকি তাঁর বাড়ির অন্যান্য কর্মীরাও একেবারে সুস্থ রয়েছেন। তবে আপাতত সকলেই কোয়ারেন্টাইন রয়েছেন। অন্যদিকে করোনা আক্রান্ত ওই কর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বনি কাপুরের বিশ্বাস খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে আবার কাজে যোগ দিতে পারবেন।