BRAKING NEWS

এডিসি ভোটকে প্রহসনে পরিণত করতে এখন থেকেই চেষ্টা চলছে : জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ সোমবার সিপিএম রাজ্য দপ্তরে সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন হয়৷ উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা সম্পাদক নারায়ণ কর৷ এছাড়া উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী, রাধাচরণ দেববর্মা৷

এই সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ এডিসিতে নির্বাচন কবে হবে জানা না থাকলেও এখন থেকেই ভবিষ্যতে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে সরকার৷ ত্রাণ বণ্টনের শুধু বাধা নয়, ত্রাণ সংগ্রহ করলে প্রাণঘাতী হামলা করা হচ্ছে ভয় দেখানোর জন্য৷ জীতেন্দ্র চৌধুীর স্পষ্ট বক্তব্যে মহামারীর কারনে অর্থনীতি তো শেষ, এবার গণতন্ত্র শেষ হবে শাসকদলের দুর্বৃত্তায়নের জন্য৷

সরকারকে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আবেদন জানান তিনি৷ এদিকে সারা কৃষক সভার সম্পাদক নারায়ণ কর জানান রাজ্যের অবস্থা ভয়াবহ৷ সরকারের ঘোষণা বাস্তবায়িত হচ্ছে না৷ ক্ষুধার জ্বালায় ভাত চুরি হচ্ছে৷ রোজগার হীন মানুষ দিশেহারা৷ তার দাবি সংকীর্ণতার উর্ধে উঠে সরকার পাশে দাঁড়াক মানুষের মহা সংকটের সময়ে৷ বন্ধ হোক রাজনৈতিক প্রতিহিংসা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *