নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): পরিযায়ী শ্রমিকদের দিল্লি থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য ৩০০ টি বাস চালানোর অনুমতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে চাইল কংগ্রেস। মঙ্গলবার এ খবর জানিয়েছেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী। বাসের যাবতীয় খরচ দিল্লি প্রদেশ কংগ্রেস বহন করবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লেখা চিঠিতে অনিল চৌধুরী জানিয়েছেন, লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়া কয়েক হাজার পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে দুঃসহ যন্ত্রণা অনুভব করে নিজ রাজ্যে ফিরে চলেছে। ফলে দুর্ঘটনার জেরে অনেকের মৃত্যু হয়েছে। কয়েকটি স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে ৩০০ টি বাস জোগাড় করেছে কংগ্রেস। দিল্লির সীমান্ত থেকে এই সকল শ্রমিকদের উদ্ধার করে তাদের নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে।
চিঠিতে আরও দাবি করা হয়েছে যে শ্রমিকেরা রাষ্ট্র গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেই কারণে এই দুরহ পরিস্থিতিতে যাতে তারা পিছিয়ে না পড়ে সে জন্য এগিয়ে এসেছে কংগ্রেস।
উল্লেখ করা যেতে পারে, একই দাবি উত্তরপ্রদেশ সরকারের কাছে করেছিল শতাব্দীপ্রাচীন এই দলটি। বিষয়টি নিয়ে উত্তর প্রদেশ সরকার রাজি হলেও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত থাকে।