নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ রাজধানী সংলগ্ণ নন্দন নগর এলাকায় প্রত্যহিক বাজার বসা নিয়ে জটিলতাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ চলে পথ অবরোধ৷ এর জেরে নন্দন নগর সড়ক দিয়ে যান চলাচল ব্যহত হয়৷ রাস্তার দুধারে আটকে পড়ে বহু যান বাহন৷ পরিস্থিতি জটিল হলে ঘটনা স্থলে পৌছায় এন সি সি থানার এস ডি পি ও এবং সদরের অতিরিক্ত মহকুমা শাসক৷ দফায় দফায় কথা বলে বিক্ষোভকারী দুই পক্ষ্যের সঙ্গে৷ কিন্তু প্রত্যেকেই তাদের নিজেদের দাবিতে অনড় থাকে৷
পরে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করে অবরোধ কারীদের সরিয়ে দেয়৷ কিন্তু এই অবরোধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় সরকারী পদস্থ কিছু আধিকারিকদের৷ তারা নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করলেও তাদের পদ মর্যাদায় এই ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ লক ডাউনের জেরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে৷ তার পরেও অবরোধকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে৷ সেই পরিস্থিতিতে সরকারী পদস্থ আধিকারিক সহ কর্মীদের পাল্টা বিক্ষোভে সামিল হওয়ার বিষয়টি যথেষ্ট রকম ভাবে প্রশ্ণ তৈরি করেছে৷ সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান নন্দন নগর একটি বেসরকারি সুকলের পাশে সড়কের ধারে অস্থায়ী বাজার বসাকে কেন্দ্র করে এই ঘটনা৷
তবে আইন সকলের জন্য সমান৷ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি৷ অন্যদিকে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের বক্তব্য রাস্তার ধারে বাজার নিয়ে বসতে তাদের সুকলের একজন নিষেধ করেন৷ এই নিয়ে রবিবার ব্যবসায়ীরা ব্যবস্থা বন্ধ রাখতে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু সকল ব্যবসায়ীদের কাছে সেই আহ্বান জানানো হলেও একটা অংশ বাজার নিয়ে বসতে যায়৷ তাদের কাছে অনুরোধ জানানো হয় এদিন ব্যবস্থা না করার জন্য৷ এই নিয়ে ঝামেলা তৈরি হয়৷ সুকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে বিষয়টির সমাধানে দাবি জানায় তারা৷