BRAKING NEWS

পাঁচগ্রামের ঠাণ্ডাপুরে ত্রিমুখী গাড়ি সংঘর্ষে হত এক, জখম দুই

পাঁচগ্রাম (অসম), ১৮ মে (হি.স.) : ত্রিমুখী গাড়ি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় জখম হয়েছে দুজন। দুর্ঘটনাটি সোমবার সকালে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম এলাকার ঠাণ্ডাপুরে গ্যামন সেতুর নীচে সংঘটিত হয়েছে।

প্রাপ্ত খবরে জানা গেছে, আজ সকাল সাড়ে দশটা নাগাদ পাঁচগ্রাম থেকে করিমগঞ্জ অভিমুখী এনএল ০১এল ০৪৭৫ নম্বরের একটি ট্রাকের সাথে বিপরীতমুখি এএস ১১ সিসি ৮২৩৫ নম্বরের একটি অটোভ্যান ম্যাজিক এবং একটি অ্যালটো গাড়ির সঙ্গে ত্রিমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চিড়ে-চ্যাপটা হয়ে যায় ম্যাজিক অটোভ্যান। সজোরে ধাক্কা লাগায় ম্যাজিকের চালক বাড়ি কাছাড় জেলার কাটিগড়া এলাকার সিদ্ধিপুরের বাসিন্দা বিভাস দাস (৪৫) গুরুতরভাবে আহত হন। সংকটজনক অবস্থায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার সাথে সাথে খবর পেয়ে ছুটে যায় পাঁচগ্রাম পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। অটোভ্যানের চালক বিভাস দাসের। জীবনযুদ্ধে হার মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ময়না তদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে সমঝে দেয় পুলিশ। এর পর আজ রাতেই সিদ্ধিপুর গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বিভাস দাসের। বিভাস রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।

অপরদিকে অ্যাল্ট্রো গাড়িতে ছিলেন গোবিন্দপুরের বিজয় চক্রবর্তীর দুই ছেলে নন্দু চক্রবর্তী ও আরও একজন। এদের বর্তমানে হাইলাকান্দি জেলার কালিনগর সরোজিনী হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে ট্রাক ও ম্যাজিক দুটোকেই বাজেয়াপ্ত করে নিয়ে গেছে পাঁচগ্রাম পুলিশ। উল্লেখ্য, পাঁচগ্রাম ও বদরপুরের দুটো স্ক্রিনিং পয়েন্ট পাশাপাশি থাকায় সবসময় ওই এলাকায় গাড়ির জ্যাম লেগেই থাকে। তাছাড়া বহিঃরাজ্য থেকে আগত গাড়ির যাত্রীদের স্ক্রিনিং করার প্রয়াস চালিয়ে গেলেও পর্যাপ্ত জায়গার অভাবে যানজটের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *