নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসক হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব জি কে রাওকে নিযুক্ত করলেন রাজ্যপাল৷ স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ শেষ হয়েছে রবিবার৷ কিন্তু করোনা পরিস্থিতিতে এডিসিতে নির্বাচন করানো সম্ভব নয়৷
তাই সাংবিধানিক রীতি মেনে রবিবার থেকে এডিসি-র ক্ষমতা চলে যায় রাজ্যপালের হাতে৷ বিশেষ মুহূর্তের কথা চিন্তা করে রাজ্যের মন্ত্রীসভা ষষ্ঠ তপশিলের নিয়ম মেনে আগেই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাংবিধানিক মতে রাজ্যপালের কাছে ক্ষমতা চলে যায় এইদিন৷ রাজ্যপালের হাতে ক্ষমতা যাওয়ার পর রাজ্যপাল স্বশাসিত জেলা পরিষদে যেন অচলাবস্থা তৈরি না হয় তার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন৷ স্বশাসিত জেলা পরিষদের প্রশাসক হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব জি.কে রাও-কে নিযুক্ত করেন রাজ্যপাল৷