দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে শ্রমিক স্পেশ্যাল ট্রেন : রেলমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে শ্রমিক স্পেশ্যাল ট্রেন । শনিবার এমনটাই জানালেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল । আজ আবার রেলমন্ত্রী জানান, ‘পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য রেল মন্ত্রক তৈরি। শ্রমিক স্পেশ্যাল ট্রেন দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে। জেলা কালেক্টরদের শ্রমিকদের লিস্ট বানাতে হবে । তাঁরা কোথায় যেতে চান তার লিস্ট তৈরি করে রেলকে জানাতে হবে রাজ্যের নোডাল অফিসারের মাধ্যমে।’
উল্লেখ্য, করোনা মহামারী আটকাতে দেশে চলছে লকডাউনে।আর তিন দফার এই লকডাউনে সব থেকে বেশি সমস্যায় পড়েন দেশের পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যে পরিবার নিয়ে আটকে পড়েছেন তাঁরা। খাবার নেই, কাজ নেই। টাকাও শেষ। অনিশ্চয়তা কাটাতে তাঁরা পায়ে হেঁটেই বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েন। হাজার হাজার মানুষ হেঁটে চলেছেন ভারতের রাস্তায়। এ ছবি কেউ কখনও দেখেনি। বিভিন্ন মহল থেকে সকলে প্রতিবাদ করতে শুরু করে। অবশেষে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় শ্রমিক ট্রেন চালানোর। এই ট্রেনে করে বাড়ি ফেরানো শুরু হয় শ্রমিকদের। কিন্তু তাতেও কুল কিনারা হচ্ছে না সমস্যার। এরপরই পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য দেশের যেকোনও জেলা থেকে চালানো হবে শ্রমিক স্পেশ্যাল ট্রেন । শনিবার এমনটাই জানালেন রেল মন্ত্রী পীয়ূষ গোয়েল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *