নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দিচ্ছে আমেরিকা। সেজন্য ‘বন্ধু’ তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার দুপুরে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মহামারীর বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। এরকম সময়ে সব দেশের একসঙ্গে কাজ করাটা সর্বদা গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বকে স্বাস্থ্যকর ও করোনা-মুক্ত করার জন্য যতটা করা সম্ভব ততটা করা। ভারত ও আমেরিকার বন্ধুত্বের আরও দৃঢ় হোক।’
এর আগে গতরাতে একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারীর সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা পারস্পরিক সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব।’
এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানান, ২০০ টি ভেন্টিলেটর দিচ্ছে আমেরিকা। পরিবহন সংক্রান্ত খরচ ছাড়া প্রতিটির দাম পড়বে প্রায় ১০ লাখ টাকা। ওই আধিকারিক বলেন, ‘চলতি মাসের শেষে বা জুনের প্রথম দিকে তা ভারতে আসবে।’