BRAKING NEWS

অরুণাচল প্রদেশের গ্রামে জঙ্গি তালাশি, সেনার ওপর পাথরহামলা, গুলি, হত এক, আহত আরও

ইটানগর, ১৬ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের লংডিং জেলার এক প্রত্যন্ত গ্রামে ভারতীয় সেনাবাহিনী এবং গ্রামবাসীর মধ্যে সংগঠিত পারস্পরিক হামলায় এক নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেনা জওয়ান সহ আহত হয়েছেন গ্রামের কয়েকজন বাসিন্দা। ঘটনা আজ (শনিবার) সংঘটিত হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাজ্যের লংডিং জেলার প্রত্যন্ত পুমাও গ্রামে ভারতীয় সেনার শিখ রেজিমেন্টের এক দল নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)-এর কতিপয় ক্যাডারের খোঁজে অভিযান চালায়। সে সময় স্থানীয় জনতার সঙ্গে তাঁদের সংঘর্ষের সৃষ্টি হয়। জঙ্গিদের বিরুদ্ধে তালাশি চালাতে গেলে গ্রামের মানুষ নাকি সেনাবাহিনীর ওপর পাথর হামলা চালান। তখন সেনাবাহিনীকে গুলি চালাতে হয়। গুলিতে বিদ্ধ হয়ে লামদান লুককাম (৬০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সেনার গুলিতে গ্রামের আরও কয়েকজন আহত হয়েছেন। তাছাড়া পাথরের ঘায়ে রক্ত ঝরেছে ছয় জওয়ানের।

এদিকে অন্য এক সূত্রের খবর, পুমাও গ্রামের জনৈক জিমফু ওয়াংনাও নামের জনৈক ব্যক্তিকে সেনা জওয়ানরা মারধর করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের সঙ্গে সেনা জওয়ানদের মধ্যে আজ এক ‘শান্তি সভা’র আয়োজন করা হয়েছিল। ওই সভায় সেনা এবং স্থানীয়দের মধ্যে কোনও কথাকে নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। সেখানে সর্বসম্মত কোনও সমাধান না হওয়ায় সেনা দলটি সভাস্থল ত্যাগ করে চলে যাচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামের কতিপয় সেনার দলকে লক্ষ্য করে পাথর বৰ্ষণ করতে থাকে। এর জবাবে সেনা বাহিনী গুলি চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে সূত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *