মাস্ক না পরে বের হওয়ায় বহু লোককে জরিমানা আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার করা৷ কিন্তু এখনো একাংশ মানুষ মাস্ক ব্যবহার করছে না৷ তাদের বিরুদ্ধে শুক্রবার ফের একবার অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন৷


সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই দিন রাজধানীর মেলার মাঠ, বটতলা সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়৷ যে সকল ব্যক্তি এদিন মাস্ক ছাড়া বাড়ি থেকে বেরিয়েছে তাদেরকে মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে ১০০ টাকা করে জরিমানা করা হয়৷ আবার যে সকল ব্যক্তি মাস্ক সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু মুখে লাগায় নি তাদেরকেও এদিন মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হয়৷ সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান যে সকল ব্যক্তির কাছে একেবারেই মাস্ক নেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক৷


তিনি আরো জানান করোনা ভাইরাসে প্রতিদিন দেশের বহু মানুষ আক্রান্ত হচ্ছে৷ করোনা ভাইরাসের এখনো কোন ওষুধ আবিষ্কার হয়নি৷ এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে৷ কেন্দ্র এবং রাজ্য সরকারও একাধিক নির্দেশিকা জারি করেছে৷ বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার৷ কিন্তু একাংশ মানুষ এখনও মাস্ক ব্যবহার না করেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছে৷ তবে আগের তুলনায় মানুষ সচেতন হয়েছে৷