নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): করোনা-সঙ্কট কাটিয়ে উঠতে, দেশের অর্থনীতিকে মজবুত করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার চতুর্থ দফায় আর্থিক প্যাকেজের বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, শিল্প-পরিকাঠামোর উন্নতিতে বিশেষ জোর দিচ্ছে সরকার। বিনিয়োগের অনুকুল পরিবেশ রয়েছে যে রাজ্যগুলিতে, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে, একইসঙ্গে ব্যবসায় সরলীকরণের চেষ্টা করা হচ্ছে। অর্থমন্ত্রী এদিন জানান, দেশকে শক্তিশালী করতে এই প্যাকেজ। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিতে হবে। অর্থমন্ত্রী জানান, বিনিয়োগে অনুকুল পরিবেশের ভিত্তিতে রাজ্যগুলির তালিকা তৈরি হচ্ছে। এছাড়াও কয়লা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে হবে। কয়লা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে হবে। দেশে বিপুল পরিমাণ কয়লা রয়েছে। নতুন ৫০০ কয়লা ব্লকে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে ছাড়পত্র দেওয়া হচ্ছে।
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের উপর জোর দিতে হবে একথা বলে অর্থমন্ত্রী বলেন, অস্ত্র উৎপাদনে বিদেশি বিনিয়োগের হার বাড়ানো হবে। ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে ছাড়পত্র। অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কর্পোরেটাইজেশন হবে, বেসরকারিকরণ নয়। বিমানবন্দরগুলির আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর কথায়, পিপিপি মডেলে বিমানবন্দরগুলির আধুনিকীকরণ হবে। ভারতীয় আকাশসীমাকে যত বেশি সম্ভব ব্যবহারে ছাড়পত্র।