নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের করোনা মুক্ত বলে ঘোষণা করল স্লোভেনিয়া। শুক্রবার সকালে মধ্য ইউরোপের এই দেশ নিজেদের করোনা মুক্ত বলে ঘোষণা করে।
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানস বলেন, আমরা দুমাস ধরে করোনার বিরুদ্ধে লড়াই করছি। শেষ পর্যন্ত আমরা করোনাকে কাবু করতে পেরেছি। এখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে, স্লোভেনিয়া করোনা মুক্ত দেশ। ইউরোপের প্রথম করোনা মুক্ত দেশ হল স্লোভেনিয়া। গত দুই সপ্তাহে আমাদের দেশে নতুন করে মাত্র ৩৫ জন সংক্রামিত হয়েছেন। শেষ ৭দিনে প্রতিদিন ৬ জনেরও কম মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। সে কারণেই আমরা স্লোভেনিয়াকে করোনা মুক্ত বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। করোনার বিরুদ্ধে লড়াই করতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়েছে। সরকারকে সর্বতোভাবে সাহায্য করেছে দেশের সাধারণ মানুষ। সে কারণে আমরা আজ করোনার বিরুদ্ধে জয়ী হয়েছি।
উল্লেখ্য স্লোভেনিয়ার জনসংখ্যা মাত্র ২০ লাখ। মার্চ মাসের ৪ তারিখে এই দেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। মের প্রথম সপ্তাহ পর্যন্ত স্লোভেনিয়ায় দেড় হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ১০৩ জনের। এদিকে দেশের স্বাস্থ্যমন্ত্রী করোনা মুক্ত স্লোভেনিয়া গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকার ও সমস্ত দেশবাসী এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। তাই এই সাফল্য মিলেছে। আজ ইউরোপের মধ্যে স্লোভেনিয়ায় একমাত্র দেশ যে দেশ নিজেদের করনা মুক্ত বলে ঘোষণা করল।