মুম্বই, ১৫ মে (হি.স.) : মহারাষ্ট্রের একাধিক শহরে বাড়ছে লকডাউনের মেয়াদ । শুক্রবার এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই । তিনি বলেন, রাজ্যে একাধিক শহরের লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হবে। কারণ সবার আগে মানুষের জীবন। মানুষের জীবনকে সুরক্ষিত ও নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক শহরে লকডাউন ৩১মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের শিল্প মন্ত্রী সুভাষ দেশাই এদিন বলেন, মুম্বই, পুণে, শোলাপুর,ঔরঙ্গাবাদ, থানে মালেগাঁও-সহ একাধিক বড় শহরে ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়বে।