ধলেশ্বরে গ্রিল কেটে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি, প্রচুর স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ লকডাউন এর মধ্যে রাজধানী আগরতলা শহর শহরতলি সহ রাজ্যের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ তাতে জনমনে আতঙ্ক বাড়ছে৷ রাজধানী আগরতলা পূর্ব থানাধীন ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল সুকল সংলগ্ণ এলাকার শুভেন্দু চক্রবর্তীর বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷


পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷ পরিবারের কর্তা শুভেন্দু চক্রবর্তী জানান তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সবাই শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে সোনা গয়না নগদ টাকা পয়সা সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে৷ বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে তারা লক্ষ্য করেন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷
সঙ্গে সঙ্গে বিষয়টি তারা প্রতিবেশীদের জানান এবং পূর্ব আগরতলা থানায় খবর পাঠানো হয়৷

খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ছুটে আসে৷ ঘটনার তদন্ত করেছে পুলিশ৷ কিন্তু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার কিংবা চোরদের টিকির নাগাল পায়নি পুলিশ৷ ঘনবসতি এলাকায় এভাবে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকার জনগণ দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য লকডাউন ঘোষণার পর থেকে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *