নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ সম্পর্কে বলতে গিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তিনি ঘোষণা করেন, ২০১৯-২০ অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। সেটি বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয় ।
৫০ দিনের লকডাউনের ফলে সঙ্কটে পড়েছে দেশের অর্থৈনতিক পরিকাঠামো। এই পরিস্থিতে কর অডিটের তারিখও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে— ৩০ সেপ্টেম্বর, ২০২০ থেকে ৩১ অক্টোবর ২০২০ করা হয়েছে। যে সব অ্যাসেসমেন্ট আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেগুলি ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ৩১ মার্চ ২০২১-এ শেষ হওয়ার কথা যেগুলির, তার ক্ষেত্রে শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে সেপ্টেম্বর ৩০, ২০২১।
এদিকে ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পে কোনও অতিরিক্ত অর্থ ছাড়াই টাকা জমা দেওয়ার তারিখ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ সম্পর্কে জানাতে গিয়ে পনেরোটি বড় সিদ্ধান্তের কথা জানান নির্মলা সীতারামন। তার মধ্যে এমএসএমই, পিএফ, এনবিএফসি, কর, রিয়েল এস্টেটের মতো বিষয় রয়েছে।