নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : করোনা রোধে টেস্টিং ছাড়া আর অন্য কোনও বিকল্প পথ খোলা নেই। কিন্তু আসল পরিসংখ্যান লুকোনোর জন্য সরকার টেস্টিং করানো থেকে পালাচ্ছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। ‘ডিসচার্জিং উইদাউট টেস্টিং’ নীতির উপর ভিত্তি করে কাজ করে চলেছে কেন্দ্র। ফলে আগামীদিনে ভুগতে হবে দেশের সাধারণ মানুষদের বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।
কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে টেস্টিং করছে না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া লোকেদের শুধুমাত্র কোয়ারেন্টাইন করা হচ্ছে। লক্ষণ না থাকায় তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না। এই ভাবে চলতে থাকলে কোনও ভাবেই করোনাকে রোধ করা যাবে না। ফলে মারণ এই রোগ নির্মূল করতে কেন্দ্রের লক্ষ্য কি তা স্পষ্ট করতে হবে। আই সি এম আরের এলিসা কিট নিয়েও সরব হয়েছেন সুস্মিতা। তার মতে এই কিট নির্মাণ করতে কেন একটি মাত্র কোম্পানিকে বরাত দেওয়া হল। ত্রাণ সামগ্রী সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে না বলেও অভিযোগ করেছেন তিনি।