BRAKING NEWS

বহিঃরাজ্য থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা নিয়ে প্রস্তুতি বৈঠক সদর মহকুমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ লক ডাউনের ফলে বহিঃ রাজ্যে আটকে রয়েছে রাজ্যের বাসিন্দারা৷ তারা কেউ ছাত্র, অভিভাবক, রোগী বা কর্মসূত্রে গেছেন৷ বেশ কিছু কারণে তারা রাজ্যের বাইরে গিয়ে বর্তমানে আটকে রয়েছেন৷ তাদের রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্তু এরা অনেকেই রেড জোন থেকেও আসছেন৷ স্বভাবতই রাজ্যে ফিরে এলে তাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে পরীক্ষা করা হবে৷ তাদের ষ্টেশন থেকে এনে প্রাথমিক ভাবে রাখা হবে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে৷ ইতিমধ্যেই শহর দক্ষিণাঞ্চলে ১১ টি স্থান চিহ্ণিত করা হয়েছে৷

সেই খানেই তাদের রেখে পরীক্ষা করা হবে৷ প্রথম দিকে সব গুলি সেন্টার ব্যবহৃত না হলেও ধাপে ধাপে যে ভাবে ট্রেন আসবে সেই অনুযায়ী এই সেন্টার গুলির ব্যবহার বাড়বে৷ সেই বিষয়ের উপর নজর রেখেই সোমবার বৈঠক করেন সদর মহকুমা শাসক৷ মহকুমা শাসকের কার্যালয়ে এই বৈঠকে বিশেষ করে জোর দেওয়া হয় যাতে এই সমস্ত সেন্টার গুলিতে যারা ট্রেনে করে আসবেন তাদের ন্যূনতম পরিষেবা প্রদান করা যায়৷ পানীয় জল, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহ সঠিক রাখার বিষয়ে আলোচনা করা হয়৷ প্রত্যেকটি সেন্টারে ক্যাটারিং এর ব্যবস্থা করা হয়েছে৷ ফয়েল প্যাকেটে করে খাদ্য দেওয়া হবে৷

এই ব্যবস্থাপনার ইনচার্জরা যাতে সঠিক ভাবে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন সেই আহ্বান জানান সদর মহকুমা শাসক অসীম সাহা৷ সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ সঠিক ভাবে করতে হবে৷ সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর পরেও কোথাও কোন খামতি রয়েছে কিনা তা শেষ বার ক্ষতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি৷ ন্যূনতম ব্যবস্থাপনার মধ্যেও ভাল পরিষেবা দেওয়া যাতে যায় সেই বিষয়ে নজর রাখতে সমস্ত ইনচার্জদের বলেন তিনি৷ এভাবে যে সমস্ত ট্রেন আসবে তারা যাতে সঠিক ভাবে বাড়ি ফিরতে পারে তাঁর জন্য সমস্ত ইনচার্জদের নজর দেওয়ার জন্য বলেন সদর মহকুমা শাসক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *