হাফলং (অসম), ১২ মে (হি.স.) : মাটির ধসে চাপা পড়ে জনৈক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক শ্রমিক গুরুতর ভাবে আহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ ডিমা হাসাও জেলা সদর হাফলং শহরের পার্শ্ববর্তী মহাদেবটিলায় সংঘটিত হয়েছে।
মহাদেবটিলায় একটি ঘর নির্মাণের কাজ চলছিল। এই ঘরের রিটেইনিং ওয়াল তৈরির জন্য মাটি কাটার সময় হঠাৎ করে পাহাড় থেকে মাটির ধস পড়ে। এতে মাটি কাটার কাজে নিয়োজিত দুই শ্রমিক যথাক্রমে সঞ্জয় ভূমিজ ও রাজু তাঁতি মাটির নীচে চাপা পড়ে যান।
হাফলঙে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। ফলে পাহাড়ের মাটি এমনিতেই নরম হয়ে পড়েছিল। এমতাবস্থায় আজ মাটি কাটতে গেলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়।
এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশের দল এসে স্থানীয়দের সাহায্যে দুই শ্রমিককে মাটি খুঁড়ে মাটির নীচ থেকে উদ্ধার করে হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি সঞ্জয় ভূমিজের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে সঞ্জয়ের। তবে রাজু তাঁতি নামের অন্য শ্রমিকের হাফলং সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। তার অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।