BRAKING NEWS

বহিঃরাজ্য থেকে বরাকে আগত নাগরিকদের যাচাই করতে ডিডিএমএ-র নেতৃত্বে গঠিত উচ্চস্তরীয় কমিটি

শিলচর (অসম), ১২ মে (হি.স.) : দক্ষিণ অসমের বরাক উপত্যকায় নতুন কোনও করোনা সংক্রমিত রোগীর খবর নেই। আজমির শরিফ থেকে বাসে আগত যাত্রীদের মধ্যে দশ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হওয়ার পর জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। মে মাসের প্রথম থেকে আন্তঃরাজ্য পরিবহণ পরিষেবা চালু হওয়ার পর অসমের বাইরের রাজ্য থেকে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকে। নতুন করে আগতদের শরীর থেকে যাতে করোনা ভাইরাস ছড়াতে না পারে এর জন্য ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে।

আগে উত্তর-পূর্বাঞ্চলের বাইরে অন্য রাজ্য থেক যাঁরা এসেছেন তাঁদের ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে এতদিন গুয়াহাটির বিশেষ মেডিক্যাল টিমের অনুমতি নিতে হত। এবার বৃহৎ সংখ্যক আগতদের কথা মাথায় রেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, বরাক উপত্যকায় একটি স্ক্রিনিঙের ব্যবস্থা করা হবে। এই  স্ক্রিনিঙের জন্য জোন স্ক্রিনিং ডিসচার্জ বোর্ড নামে জেলাস্তরে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন জেলার ডেভলপমেন্ট কমিশন, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সম্পাদক, আইডিএসপি-র ডিএসও।

বরাক উপত্যকার নোডাল ডিস্ট্রিক্ট হিসেবে কাছাড় জেলাকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যওয়ান এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিক সুমন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, উত্তরপূর্বের বাইরের রাজ্য থেকে আগত প্রত্যেক যাত্রীকে লালারস পরীক্ষা এবং সরকারি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বরাক উপত্যকার তিন জেলার যাঁরা বাইরের রাজ্য থেকে আসছেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাঁদের সরকারি কোয়ারেন্টাইনে পাঠানোর দায়িত্বে রয়েছে কাছাড় জেলা। বাইরে থেকে আগত যাত্রীদের জেলায় ঢোকার আগেই লালারস পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে।

কাজের সুবিধার জন্য শিলচরের রামনগরে সোয়াব কালেকশন সেন্টার গঠন করা হয়েছে। কোনও যাত্রীর লালা পরীক্ষায় নেগেটিভ আসলেও তাঁকে মুক্তি দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নেবে শিলচরের সিনিয়র ডাক্তার এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত কমিটি। রাজ্যের বাইরে থেকে আগতদের কাছ থেকে  কোভিড-১৯ যাতে বরাক উপত্যকায় ছড়িয়ে না পড়ে এর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *