নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ করোনা মোকাবিলায় নমুনা সংগ্রহে ত্রিপুরা সরকার কোনও আপস করেনি৷ তাই গড় নমুনা সংগ্রহে দেশের মধ্যে ত্রিপুরা পঞ্চম রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় রাজ্য হিসেবে স্থান দখল করে রেখেছে৷
সোমবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা নিয়ে আমরা কিছুই লুকোচুরি করতে চাই না৷ তাই যেখানেই সন্দেহ হচ্ছে সেখানেই নমুনা সংগ্রহ করা হচ্ছে৷ তিনি বলেন, জাতীয় গড়ে প্রতি এক লক্ষ জনে নমুনা সংগ্রহ করা হচ্ছে ১,২৮০টি৷ সেই তুলনায় ত্রিপুরায় নমুনা সংগ্রহ করা হচ্ছে ২,৪০০টি৷ তাঁর দাবি, দেশের মধ্যে ত্রিপুরার চেয়ে বেশি নমুনা সংগ্রহ হচ্ছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং গোয়ায়৷ সাথে তিনি যোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলেও ত্রিপুরা দ্বিতীয় সবর্োচ্চ নমুনা সংগ্রহকারী রাজ্য৷
এক তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, সিকিম ২১৬টি, নাগাল্যান্ড ৭১৮টি, মিজোরাম ১৯৯টি, মেঘালয় ২,০১৪টি, মণিপুর ১,৪৩৬টি, অরুণাচল প্রদেশ ১,১৪৪টি অসমে ১৪,৩৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ সেই তুলনায় ত্রিপুরায় এখন পর্যন্ত ১০,৩৪৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷