নয়াদিল্লি, ১১ মে (হি. স.): করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। এমন পরিস্থিতিতে বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে শ্রম আইন সংশোধিত করা হয়েছে। এর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি এতে করে শ্রমজীবী মানুষদের উপর শোষণ আরও বাড়বে। শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করা হয়েছে।
কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল জানিয়েছেন, শ্রমিকদের অধিকার ছিনিয়ে নিয়ে বিজেপি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে।বিজেপি শাসিত রাজ্যগুলিতে শ্রমিকদের ওপর অত্যাচারকে আরও উৎসাহিত করা হচ্ছে। ফলে শ্রমিকদের দুর্ভোগ আরও বেড়ে গিয়েছে এমন পরিস্থিতিতে কংগ্রেস নীরব থাকতে পারে না।কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের এই সংকটকালে কোনও কিছুকে রাজনৈতিক ইস্যু বানাবেন না।কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর চুপ থাকবে না কংগ্রেস। নতুন বিনিয়োগ টানার আশায় বিনিয়োগকারীদের এবং ইতিমধ্যেই যেসব কারখানা রাজ্যে রয়েছে তাদেরকে ব্যাপকহারে ছাড় দেওয়া হয়েছে নতুন সংশোধিত আইনে। আগে একজন শ্রমিক ৮ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে পারতেন।এখন তা বাড়িয়ে করা হয়েছে ১২ ঘন্টা বিনিয়োগের নাম করে শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের ত্রাণের প্রয়োজন ছিল। কিন্তু তার বদলে মোদী সরকার দিল শোষণ।যে আইন শ্রমিকদের শোষণ বন্ধ করার জন্য তৈরি করা হয়েছিল।তা পরিবর্তন করল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট সরকার। শ্রমিকদের বঞ্চিত না করে বিনিয়োগ করতে হবে।