নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ ত্রিপুরায় নতুন করে ১৬ জনের করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁরা সকলেই বিএসএফ পরিবারের সদস্য৷ তবে ওই ১৬ জনের মধ্যে ৬ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে৷ বাকি ১ জন বিএসএফ আধিকারিক৷ সবমিলিয়ে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৷ তাঁদের মধ্যে করোনা আক্রান্ত দুজন বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এছাড়া, দুই জন সুস্থ হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার রাতে টুইট করে এই খবর দিয়েছেন৷
প্রসঙ্গত, গত নয় দিনে এ-নিয়ে ১৪৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে ত্রিপুরায়৷ গত শনিবার প্রথম বিএসএফ-এর দুই জওয়ান করোনা আক্রান্তের রিপোর্ট এসেছিল৷ এর পর থেকে আট দিনে ১৪৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ অবশ্য শুক্রবার তাদের মধ্যে একজন ট্রাকচালক আক্রান্তের তালিকায় ছিলেন৷ তিনি বর্তমানে অসমের করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে রয়েছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে টুইট বার্তায় বলেন, ত্রিপুরায় আরও ১৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তাঁরা সকলেই ধলাই জেলা সদর আমবাসায় জওহরনগরস্থিত বিএসএফ ৮৬ ব্যাটালিয়নের জওয়ান৷ তাঁর কথায়, ধলাই জেলায় এখনও কোনও সাধারণ মানুষ করোনা-য় আক্রান্ত হননি৷ তাঁর দাবি, ত্রিপুরায় পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে৷ সে মোতাবেক কমলপুর মহকুমায় ধলাই ঘাট বিওপি-র বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়নের ৭৫ জন জওয়ানের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে৷

