গন্ডাছড়া জেনারাইপাড়াকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০মে৷৷ ত্রিপুরার গন্ডাছড়া জেনারাইপাড়াকে করোনাজনিত কারণে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষিত হয়েছে৷ কারণ গতকাল করোনা আক্রান্ত হিসেবে চিহ্ণিত বিএসএফ-এর ৮৬ ব্যাটালিয়ন-এর এক জওয়ান গন্ডাছড়া জেনারাইপাড়া বিওপি-তে কিছুদিন কর্মরত ছিলেন৷ তাই ওই বিওপি-র ৪৩ জন জওয়ানের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে৷ রবিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন ত্রিপুরার অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ৷


এদিন তিনি বলেন, গতকাল ১৭ জন বিএসএফ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাদের মধ্যে এক জওয়ান গন্ডাছড়া জেনারাইপাড়া বিওপি-তে ১৫ দিন কর্মরত ছিলেন৷ তাই ওই বিওপি-র ৩ কিমি এলাকাকে করোনা ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে৷ তাঁর কথায়, ওই এলাকাটি পুরো জঙ্গলে ঘেরা৷ সেখানে সাধারণ মানুষের বসবাস নেই৷ কিন্ত ওই বিওপি-তে কর্মরত রয়েছেন ৪৩ জন জওয়ান৷ তাঁদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে৷


তাঁর দাবি, আমবাসার জওহরনগরে অবস্থিত বিএসএফ ১৩৮ এবং ৮৬ ব্যাটালিয়ন-এর মুখ্য কার্যালয়ে সকলের নমুনা সংগ্রহ হয়ে গেছে৷ তবে নতুন ১৭ জনের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের খুঁজে বের করা হচ্ছে৷ তাঁর কথায়, আজ ৪৫০টি নমুনা পরীক্ষা চলছে৷ রাতের মধ্যেই রিপোর্ট এসে যাবে৷ সাথে তিনি যোগ করেন, ধলাই জেলায় আজ নতুন করে ২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে সাধারণ জনগণের নমুনা রয়েছে ২০টি৷