ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক মহিলাকে৷ ওই ঘটনায় মহিলার স্বামী পলাতক বলে জানিয়েছে পুলিশ৷ মৃতার ছেলের অভিযোগ, তার বাবার হাতেই মা খুন হয়েছেন৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ঘটনাস্থল ফরেন্সিক এবং ডগ স্কোয়াড পরিদর্শন করেছে৷


শনিবার সকালে আমতলি থানাধীন শ্রীনগর এলাকায় ঘরের ভেতরে অনিমা চক্রবর্তীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার স্বামী গৌতম চক্রবর্তী পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ ওই ঘটনায় মৃতার এক আত্মীয় বলেন, স্বামী ও পুত্র সন্তানকে নিয়ে অনিমা শ্রীনগর এলাকায় ভাড়া থাকতেন৷ বাড়িতে প্রায় সময় অশান্তি লেগে থাকত৷ তাই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করার জন্য বলেছিলাম তাকে৷ কিন্তু তিনি শুনেননি আমার পরামর্শঊ ওই আত্মীয়ার কথায়, গতকাল রাতে অনিমা আমার বাড়ি গিয়েছিল৷ তাকে বাড়ি ফিরে যেতে বারণ করেছিলাম৷ আজ সকালে তার ছেলে ফোন করে জানিয়েছে, তার মা (অনিমা) খুন হয়েছেন৷ তিনি বলেন, মৃতার স্বামী কোনও রোজগার করে না৷ সংসার প্রতিপালনে আগরতলা রেল স্টেশনে সাফাই কর্মীর কাজ করতেন তিনি৷


পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অনিমা চক্রবর্তীকে খুন করা হয়েছে৷ রাতেই ঘটনাটি ঘটেছেঊ মহিলার স্বামী বর্তমানে পলাতক৷ সদর এসডিপিও বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তাছাড়া, ফরেন্সিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ তদন্ত চলছেঊ মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *