BRAKING NEWS

করোনা মোকাবিলায় ট্রাম্পের নেওয়া পদক্ষেপের সমালোচনা করলেন ওবামা

ওয়াশিংটন, ১০ মে (হি.স):  করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোর সমালোচনা করলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।রবিবার আন্তর্জাতিক সংবাদ মধ্যমে জানিয়েছে, ব্যক্তিগত একটি কনফারেন্স কলে মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস মোকাবিলাকে ‘চরম বিশৃঙ্খল এক বিপর্যয়’ বলে অভিহিত করেন তিনি।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আমেরিকায় এখনও পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৫৪১ এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৭৯৪ জনের। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউস ও প্রশাসনে যারা তার জন্য কাজ করেছেন, শুক্রবার তাঁদের একটি কনফারেন্স কলে কথোপকথনের সময় ওবামা বলেন, ‘সবচেয়ে ভালো সরকারের জন্যও এ সংকট মোকাবিলা করা কঠিন হত। আর এই সরকারের মধ্যে ‘দেখি এতে আমার জন্য কী আছে’, ‘অন্যরা চুলোয় যাক’- এ ধরনের মনোভাব কাজ করায় এটি চরম বিশৃঙ্খল এক বিপর্যয়ে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য লকডাউন জারি করলেও ইতিমধ্যে বিধিনিষেধ শিথিল করে লোকজনকে কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এতে ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিক, করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই এ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন ট্রাম্প। ফেব্রুয়ারিতে ঝুঁকির কথা অস্বীকার করে তিনি বলেন, খুব দ্রুতই চলে যাবে এ মহামারি। মধ্য মার্চে তিনি স্বীকার করেন, এ মহামারি গুরুতর। এপ্রিল মাসে তিনি পরামর্শ দেন, জীবাণুনাশক পান করে এ ভাইরাসটি রোধ করা যেতে পারে। গত সপ্তাহে তিনি ঘোষণা করেন, হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্স ভেঙে দেওয়া হবে কিন্তু পরে বলেন অর্থনীতি ফের সচলের দিকে মন দেবে এ টাস্কফোর্স। ট্রাম্পের এই মনোভাবেরই সমালোচনা করেন ওবামা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *