ডিমা হাসাওয়ে আরও ১২৬ জনের হোম কোয়ারেন্টাইন

হাফলং (অসম), ১০ মে (হি.স.) : ডিমা হাসাও জেলায় আরও ১২৬ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। রবিবার জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগের মোট ২৫ টি সার্ভেইলেন্স টিম ১২৬ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন করে তাঁদের বাড়ি সিল করে দিয়েছে।

ডিমা হাসাও জেলায় স্বাস্থ্য বিভাগের মোট ৯৯৫ টি সার্ভেইলেন্স টিম ৩ হাজার ৫২ জনকে হোম কোয়ারেন্টাইন করেছিল। তার মধ্যে কোভিড-১৯-এর কোনও উপসর্গ ছাড়াই ৬৪৩ জন ব্যক্তি তাঁদের ২৮ দিনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা উত্তীর্ণ করায় এঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া আজ পর্যন্ত ৩৫১ জন ব্যক্তি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা অতিক্রম করার পাশাপাশি মোট ৯৯৪ জন ব্যক্তি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা পার করেছেন। এঁদের আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানান হয়েছে।

এদিকে কাছাড়ে কোভিড ১৯ সংক্রমণে ১০ জন আক্রান্ত হওয়ার পর ডিমা হাসাও জেলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সন্দেহ করা হচ্ছে, শিলচরে কোভিড ১৯ রোগে আক্রান্ত রোগীরা জেলার ওপর দিয়ে যাওয়ার পথে মাইবাং ৫৪ নম্বর জাতীয় সড়কের জিরো পয়েন্টে অবস্থিত একটি ধাবায় খাওয়া দাওয়া করেছেন। যার দরুন শনিবার মাইবাং জাতীয় সড়কের পাশে থাকা ওই ধাবা মাইবাং মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিল করে দিয়ে ধাবার মালিক নিভু ভৌমিক ও তার ৬ কর্মীকে কোয়ারেন্টাইনে করা হয়েছে।

রবিবার মাইবাং জিরো পয়েন্টে অবস্থিত ওই ধাবা সহ সমগ্র মাইবাং শহরকে জীবাণুমুক্ত করতে অগ্নি নির্বাপক বাহিনী সেনিটাইজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *