আহমেদাবাদ, ৯ মে (হি. স.): করোনা পরিস্থিতির মধ্যেই ভূমিকম্প গুজরাটে। শনিবার ভূমিকম্পে কেপে উঠল জুনাগর, পোরবন্দর, গির সোমনাথ, সৌরাষ্ট্রের মতো অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার। দুপুর বেলা এই কম্পন অনুভূত হয়ে। ভয় ও আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে।যদিও হতাহতের কোনও খবর নেই।জানা গিয়েছে কম্পনের কেন্দ্র মাংরোল থেকে ৪৪ কিলোমিটার দূরে।কম্পনের তীব্রতা এতটাই ছিল যে পুরনো বাড়ি গুলিতে ফাটল দেখা দিয়েছে। ভয় ও আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে। এই ঘটনা য় সতর্ক রয়েছে প্রশাসন।