নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ রতিবছরই বর্ষার মরশুমে আগরতলা শহরবাসীর দুর্ভোগ পোহাতে হয়৷ কারন সামান্য বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল এলাকা গুলিতে হাটু সমান জম জমে যায়৷ মুখ থুবরে পরে শহরের জল নিস্কাশনি ব্যবস্থা৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর আগরতলা শহরের বাসিন্দাদের জল ডুবি থেকে মুক্তি দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়৷ উন্নত করা হয় জল নিষ্কাশনি ব্যবস্থার৷
কাজ চলছে বিভিন্ন ড্রেইন গুলির৷ তবে লক ডাউনের কারনে কাজের কিছুটা ব্যাঘাত ঘটছে৷ সামনে আবার বর্ষার মরশুম৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আগরতলা পুর নিগম এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থা খতিয়ে দেখলেন খোদ নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷ এইদিন শহর উন্নয়ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে শহরের বিভিন্ন এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থা খতিয়ে দেখেন৷
পরবর্তী সময় তিনি সংবাদ প্রতিনিধিদের জানান শহরের জল নিস্কাশনি ব্যবস্থা খতিয়ে দেখতে এইদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে বেরিয়েছেন৷ গত বছরের তুলনায় এই বছর শহরের জল নিষ্কাশনি ব্যবস্থা উন্নত করা হয়েছে৷ আগের মতো এখন আর সামান্য বৃষ্টিতে শহরে জল জমবে না৷ যদিও জল জমে তবে তা দ্রুত নিষ্কাশন করা যাবে বলে জানান তিনি৷