শিলচর (অসম), ৮ মে (হি.স.) : তাৎক্ষণিক বলবৎযোগ্য নির্দেশে বদলি হয়েছেন কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা (এসিএস)। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি (আইএএস)-কে। হাইলাকান্দিতে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিবের স্টাফ অফিসার আইএসএস মেঘনিধি দাহালকে।
কোভিড-১৯ সংক্রমণজনিত বিষয়ে কাছাড় জেলা এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ২৮ দিনে যেখানে একটিও নতুন করোনা আক্রান্তের ধরা পড়েনি সেখানে একদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। কাছাড়ের পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। এমতাবস্থায় রাজ্য সরকার কাছাড় জেলায় পাঠাচ্ছে হাইলাকান্দির জেলাশাসক আইএসএস কীর্তি জল্লিকে।
অসম সরকারের প্রধানসচিব টিপি বরগোহাঁই আজ ৮ মে কাছাড় এবং হাইলাকান্দির জেলাশাসকদের বদলি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘জনস্বার্থে ডেপুটি কমিশনার, হাইলাকান্দি কীর্তি জল্লি (আইএএস)-কে বদলি করে কাছাড়ের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছ। কাছাড়ের ডেপুটি কমিশনার বর্ণালী শর্মা (এসিএস)-কে বদলি করা হয়েছে এমপ্লয়মেন্টের ডিরেক্টর হিসেবে। এই বিভাগের বর্তমান ডিরেক্টর মৃগেশ নারায়ণ বরুয়াকে সমতল জনজতি কল্যাণ ডিরেক্টের পদে বদলি হয়েছেন।’
এই নির্দেশিকা পেয়ে কাছাড়ের নতুন জেলাশাসক কীর্তি জল্লি বলেছেন, বর্তমান সময়টি খুবই কঠিন। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি জেলার সকল স্তরের জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সরকারি গাইড লাইন মেনে চলতে সকলের কাছে আবেদন রাখেন তিনি। জানা গেছে, কীর্তি জল্লি শনিবার শিলচরে এসে নিজের নতুন দায়িত্বভার সমঝে নেবেন।
কাছাড় জেলায় করোনা পজিটিভের সংখ্যা বাড়ার পেছনে জেলা প্রশাসনকে দায়ী করে ক্ষোভ ব্যক্ত করেছিলেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল, শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। মনে করা হচ্ছে রাজস্থানের আজমির ফেরত বাসযাত্রীদের কোয়রান্টাইন না করে বাড়ি পাঠানোর জেরে সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল তার জেরেই বর্ণালী শর্মাকে বদলি করা হয়েছে।