নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ শহরতলীর ৭৯টিলায় বিদ্যুৎ নিগমের গ্রীডে বুধবার রাতে ভয়াবহ অগ্ণিকান্ড ঘটে গেল৷ তাতে নিগমের প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ অগ্ণিকান্ডের ফলে রাজধানী আগরতলা শহর সহ আশেপাশের এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ প্রায় এক ঘন্টা যাবৎ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়৷
জানা গিয়েছে, এদিন রাতে আচমকা ওই গ্রীডে কর্মরত নিগমের কর্মীরা দেখতে পান আগুন৷ সাথে সাথেই তারা খবর দেন ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়৷ আগুনের ভয়াবহতা এতটাই বেশী ছিল যে বেশ কয়েকটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়৷ তাতে আগুন মুহুর্তের মধ্যেই বিস্তার লাভ করে৷ তড়িঘড়ি আগরতলা শহর ও শহরতলীর সবগুলি সাবস্টেশনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ আগুনের গ্রাসে চলে যায় ওই সাব স্টেশনের পাশে থাকা কয়েকটি দোকান ঘরও৷
এদিকে, অগ্ণিকান্ডের খবর পেয়ে সেখানে ছুটে যান বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাছাড়া সেখানে পৌঁছেন বিদ্যুৎ নিগমের পদস্থ আধিকারীকরা৷ খোঁজ খবর নিয়েছেন অগ্ণিকান্ডের ব্যাপারে৷ তবে, এদিন বিদ্যুৎ গ্রীডে অগ্ণিকান্ডের ফলে আগরতলা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা রীতিমতো নিষ্প্রদীপ হয়ে থাকে৷ স্ট্রিট লাইট থেকে শুরু করে বাড়িঘরেও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়৷ প্রায় এক ঘন্টা পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়৷
জানা গিয়েছে, আগামীকাল এই গ্রীডে কিভাবে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হবে৷ তবে, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিন সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷ নিগম সূত্রে জানা গিয়েছে এই অগ্ণিকান্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ প্রসঙ্গত, এদিন রাজ্যের বিভিন্ন স্থানে ঝড় তুফানেও বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে গিয়েছে৷ খঁুটিও অনেক জায়গায় ভূপাতিত হয়েছে৷