বহিঃরাজ্যে আটকদের অসমে আনতে সাতটি ট্রেন চেয়েছে রাজ্য, আগামীকাল থেকে যাত্রা, আশা মন্ত্রী চন্দ্রমোহনের

গুয়াহাটি, ৬ মে (হি. স.) : লকডাউনের জেরে দেশের বিভিন্ন রাজ্যে আটক অসমের লক্ষাধিক মানুষজনকে ফিরিয়ে আনতে ভারতীয় রেলওয়ে দফতরকে সাতটি ট্রেনের প্ৰস্তাব দিয়েছে অসম সরকার। জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বুধবার এই খবর জানিয়েছেন। আগামীকাল ৭ মে থেকে এই সব ট্রেন বিভিন্ন রাজ্য থেকে যাত্ৰা শুরু করবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী।

মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান, ওই সব ট্রেনে অন্য রাজ্যে আটক শ্ৰমিক, ছাত্রছাত্রী, তীৰ্থযাত্ৰী, পর্যটক ছাড়াও যে কোনও ব্যক্তিকে নিয়ে আসা হবে। রাজ্য সরকার ইতিমধ্যে এ সম্পর্কিত নিয়মাবলি পালন করে সংশ্লিষ্ট রাজ্য এবং রেল দফতরকে দস্তাবেজ দাখিল করেছে। রাজ্যের অতিরিক্ত পুলিশ প্ৰধান (আইন-শৃংখলা) জিপি সিংকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি যাবতীয় প্ৰস্তুত করে সরকারের কাছে দাখিল করেছে। 

তিনি জানান, কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিৰ্দেশিকার পর অসমের কোভিড-১৯ বিষয়ে রাজ্য স্তরে গঠিত এই কমিটিতে ছয় জন সদস্য রয়েছেন। এই কমিটির নোডাল অফিসার এডিজিপি জিপি সিং এবং বিকল্প নোডাল অফিসার হিসেবে এডিজিপি (সিকিউরিটি) হরমিৎ সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা যথাক্রমে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কৰ্তৃপক্ষের সিইও এমএস মণিভান্নান, এএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর এপি তিওয়ারি, এনএইচএম-এর ম্যানেজিং ডিরেক্টর ড. লক্ষ্মণন এস এবং পরিবহণ কমিশনার আদিল খান। 

এছাড়া, অসমের ভিতরে এই সকল মানুষকে যাতায়াতের জন্য পরিবহণ বিভাগ এএসটিসি-র সহযোগে বাসের ব্যবস্থা নেবে এবং এই ব্যয় বহন করবে এনএইচএম, জানান মন্ত্রী পাটোয়ারি।