BRAKING NEWS

জুন ও জুলাইয়ে করোনার প্রকোপ সর্বোচ্চ স্তরে পৌঁছাবে ভারতে, আশঙ্কা এইমস অধিকর্তার

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): করোনার প্রকোপে ভারত কি আমেরিকার প্রজায়ে পৌঁছতে চলেছে! এই আশঙ্কাই ফুটে উঠছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্সেসের (এইমস) অধিকর্তা রণদীপ গুলেরিয়ার কথায় । তিনি আশঙ্কা প্রকাশ করেছেন আগামী জুন ও জুলাইয়ে ভারতে  করোনার প্রকোপ সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘মডেলিং তথ্য ও যেভাবে (করোনা) কেসের সংখ্যা বাড়ছে, তাতে মনে হচ্ছে জুন ও জুলাইয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে অনেক বিষয় আছে। সময়ের সঙ্গে আমরা জানতে পারব যে সেগুলি কতটা কার্যকরী হয়েছে এবং লকডাউন বাড়ানোর প্রভাব কতটা পড়েছে।’

প্রসঙ্গত, কোনও প্রতিষেধক না থাকায় লকডাউনের মাধ্যমে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে চাইছে কেন্দ্র। সেজন্য গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। কেন্দ্র দাবি করেছে, লকডাউনের কারণে দেশের করোনা পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে রয়েছে। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়েছে, লকডাউনের আগে দেশে ৩.৪ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল। একটা সময় তা প্রায় ১২ দিনে হচ্ছিল। অন্যান্য উন্নতশীল দেশের থেকেও ভারতের করোনা পরিস্থিতি ঢের ভালো বলেও দাবি করেছে কেন্দ্র।

গত কয়েকদিনে আবার সংক্রমণের কিছুটা বেড়েছে। বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩,৫৬১। মৃত্যু হয়েছে ৮৯ জনের। যা যথেষ্ট চিন্তার বিষয় দেশবাসীর জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *