শিলচর (অসম), ৭ মে (হি.স.) : কোভিড ১৯ সংক্ৰমণ নিয়ে যখন সমগ্র বিশ্ব তথা ভারতে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে ঠিক সে সময় কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ বাহিনী এক বড় সড় সাফল্য পেয়েছে। গোপন সূত্রের খবরকে ভিত্তি করে কাছাড় জেলার লক্ষ্মীপুরের এসডিপিও এবং জিরিঘাট থানার ওসির নেতৃত্বে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী বৃহস্পতিবার দুপুরে জিরিঘাটে এক অভিযান চালিয়ে এনএসসিএন (আর) জঙ্গি সংগঠনের স্বয়ম্ভু লেফ্টন্যান্ট কর্নেল জনা রংমাইকে গ্রেফতার করেছে।
কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস ধৃত জঙ্গির কাছ থেকে একটি সি জেড ৭৫ বি নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলি এবং একটি চাইনিজ গ্রেনেড উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত জঙ্গিকে কাছাড় পুলিশের পদস্থ গোয়েন্দা আধিকারিকরা জেরা অব্যাহত রেখেছেন।