BRAKING NEWS

শান্তিরাবাজারে মেয়াদোত্তির্ণ খাদ্য সামগ্রীর বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ মে৷৷ লকডাউন চলাকালিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, ওজনের সঠিক পরিমাপ ও মেয়াদ উত্তির্ণ খাবার বাজেয়াপ্ত করতে মাঠে নামলো মহকুমা প্রসাশন৷ শান্তিরবাজার মহকুমা প্রসাশনের কার্যালয় থেকে ডি সি এম, খাদ্য দপ্তর ও ওজন পরিমাপের দপ্তরের যৌথ উদ্দ্যোগে বাইখোড়া বাজারে অভিযান চালানোহয়৷

এই অভিযানে মুদি দোকান, ফল দোকান, মিষ্টী দোকান ও মাছ , মাংস দোকান পরিদর্শন করাহয়৷ পরিদর্শন কালে খাদ্য দ্রব্যের মূল্য ও পরিমাপের সামগ্রী জাচাইকরাহয়৷ আজকের এই পরিদর্শনে বের হন মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম সুমন রক্ষিত, খাদ্য দপ্তরের অফিসার সাস্বতী আচার্য্য, ওজন পরিমাপ দপ্তর থেকে চুনিলাল গোস্বামী ও অন্যান্য আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *