নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজ্যে সিমেন্টের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায় খুচরা বিক্রেতাদের উপর চাপাল পাইকারি বিক্রেতা সংগঠন৷ সংগঠনের জনৈক সদস্যের কথায়, চাহিদার তুলনায় সিমেন্টের যোগান কম৷ তাই খুচরা বিক্রেতারা এই সংকটের ফায়দা তুলছেন৷ পাইকারি বিক্রেতারা সমস্ত নিয়ম মেনে নির্ধারিত দামেই সিমেন্ট বিক্রি করছেন, দাবি তাঁর৷
লকডাউন চলাকালীন ত্রিপুরায় কিছু সামগ্রীর সংকট দেখা দিয়েছে৷ সিমেন্ট তার মধ্যে অন্যতম৷ এরই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মানুষের পকেট কেটে চলেছেন৷ ত্রিপুরায় ৮০০ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট বিক্রি হচ্ছে৷ এতে বিভিন্ন নির্মাণকার্যে ভীষণ ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ত্রিপুরাবাসীর৷ কালোবাজারি বন্ধে ত্রিপুরা প্রশাসনও সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ৷
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সিমেন্ট ডিলাররা বলেন, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় ত্রিপুরায় কিছুটা সংকট দেখা দিয়েছে৷ কিন্তু পাইকারি ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যেই সিমেন্ট বিক্রি করছেন৷ জনৈক ডিলারের কথায়, বর্তমানে মাত্র ১০ শতাংশ সিমেন্ট আমদানি সম্ভব হচ্ছে৷ কারণ, উৎপাদন কমে গিয়েছে৷ তিনি বলেন, বাংলাদেশে সিমেন্ট প্রস্তুতকারকরা নিজেদের দেশের চাহিদা মেটানোর পর ত্রিপুরার জন্য পাঠান৷ তাতে রাজ্যের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না৷ তবে কিছুদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, বলেন তিনি৷
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় কতিপয় খুচরো ব্যবসায়ী চড়া দামে সিমেন্ট বিক্রি করছেন৷ সিমেন্টের যোগানের অভাবেই ওই সব ব্যবসায়ীরা সুযোগ নিতে পারছেন৷