নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ দুর্নীতির বিরুদ্ধে কোনও আপস নয়ঊ তাই দুর্নীতির তথ্য সরবরাহের জন্য হোয়াটস্যাপ নম্বর জারি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ৮৭৯৪৫৩৪৫০১ নম্বরে উপযুক্ত প্রমাণ সহ দুর্নীতির তথ্য দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুক্যমন্ত্রী৷
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ফেসবুক বার্তায় বলেন, রাজ্যকে দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে বর্তমান সরকার আপসহীন নীতি অবলম্বন করে কাজ করছে৷ এরই পরিপ্রেক্ষিতে কেউ যদি ব্যক্তিগত কাজ করতে গিয়ে কোনও সরকারি আধিকারিক বা কর্মী দ্বারা হয়রানির শিকার হন অথবা কোনও রকম উৎকোচ দাবি করেন তবে হোয়াটস্যাপ নম্বরে জানাবেন, বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি সকলকে আশ্বস্ত করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে ওই তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷ এক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দিতে বলে তিনি আরও আশ্বস্ত করেছেন, প্রেরকের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে৷
দুর্নীতির বিরুদ্ধে এমন অভিযান ত্রিপুরায় এই প্রথম শুরু হয়েছে৷ তাতে, দুর্নীতিবাজরা অনেকটা বেকায়দায় পড়বে বলেই মনে করা হচ্ছে৷ ত্রিপুরাবাসীকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার ক্ষেত্রে এ-ধরনের কঠোর পদক্ষেপের খুবই প্রয়োজনীয়তা ছিল৷