নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ লক ডাউনের তৃতীয় দফায় গ্রীন জোনে থাকা এলাকা গুলিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ সেই ছাড়ের সুবাদে কিছু কিছু দোকান অতিরিক্ত দামে জিনিস পত্র বিক্রি করছে৷ এই অভিযোগ পাওয়ার পরেই মঙ্গলবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারের চাল পট্টীতে অভিযান চালায় সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে টাস্ক ফোর্সের দলটি৷
একটি দোকানে হানা দিয়ে কিছু বিদেশী সিগারেট উদ্ধার করা হয়৷ অবৈধ ভাবে এই সিগারেট মজুত করা হয়েছিল বলে জানান সদর মহকুমা শাসক৷ কোন কাগজ পত্র ছিল না বলে জানান তিনি৷ এই অভিযান চালাতে গিয়ে একটি ব্যাগের মধ্যে উদ্ধার হয় প্রচুর পরিমাণে টাকা৷ এই বিষয়ে ইনকাম ট্যাঙ্কের অফিসারদের অবগত করা হয়৷ তারা বিপুল পরিমাণে টাকা উদ্ধারের বিষয়টি ক্ষতিয়ে দেখবে বলে জানান সদর মহকুমা শাসক৷ এদিকে অবৈধ ভাবে বিদেসি সিগারেট মজুত করা এবং প্রচুর পরিমাণে ব্যাগের মধ্যে টাকা উদ্ধারের ঘটনায় দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়৷
তবে শহর আগরতলায় একাংশ অসাধু ব্যবসায়ী লক ডাউনের সুযোগ নিয়ে সিগারেটের চড়া মূল্য হাঁকাচ্ছে৷ দ্বিগুণের অধিক দামে এই সমস্ত সামগ্রী কিনতে হচ্ছে ক্রেতাদের৷ অথচ কোম্পানী সব জেনেও নিরব বলে অভিযোগ৷ টাস্ক ফোর্স এই ক্ষেত্রে কেন নিরব তা নিয়েও প্রশ্ণ তুলেছেন অনেকেই৷ এই ভাবে অতিরিক্ত মজুত ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিযোগে কঠোর পদক্ষেপ নিক টাস্ক ফোর্স তার দাবি উঠেছে৷