সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত রাজ্যব্যাপী কার্ফু জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ সারা রাজ্যে কার্ফু জারি করা হয়েছে৷ সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল পাঁচটা পর্যন্ত ওই কার্ফু বলবৎ থাকবে৷ আজ রাতে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই ঘোষণা দিয়েছেন৷ সাথে তিনি সতর্ক করেছেন কার্ফু চলাকালীন অযথা বাইরে বের হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ পুলিশ প্রশাসন আগামীকাল থেকে সেই দিশায় কাজ করবে৷ তার কথায়, জেলা শাসকরা নিজ নিজ জেলায় সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন৷ তার অতিরিক্ত আজ থেকে সারা রাজ্যে কার্ফু জারি করা হচ্ছে৷


সাথে তিনি জানিয়েছেন, সমস্ত ব্যবসায়ী, পেট্রোল পাম্প কর্মী, গাড়ি চালক ও রিক্সা শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এই আদেশ না মানা হলে প্রথম বার একশ টাকা ও দ্বিতীয় বার দুইশ টাকা জরিমানা করা হবে৷ তার অধিক আদেশ উলঙ্ঘন করা হলে এপিডেমিক ডিজিজ অ্যাক্টে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷


এদিন তিনি হতাশার সূরে বলেন, ভেবেছিলাম রাজ্য থেকে করোনা বিদায় নিয়েছে৷ কিন্তু, দেখা যাচ্ছে করোনা আবার জাকিয়ে বসেছে৷ তাই তিনি রাজ্যবাসীকে সংযত থেকে করোনা মোকাবিলায় লড়াই জারি রাখার আবেদন জানিয়েছেন৷ এদিন তিনি আক্ষেপ করে বলেন, আজ দিনভর রাজ্যের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব মানা হয়নি৷ অনেকেই মনের আনন্দে বাইরে বেরিয়েছেন৷ তিনি সতর্ক করে বলেন, কঠিন সময় এখনও কাটেনি৷ তাই রাজ্যবাসীকে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *