নয়াদিল্লি, ৪ মে (হি. স.): দেশের অর্থব্যবস্থাকে গতিশীল রাখতেই লকডাউনে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, গোটা দেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এরমধ্যে কয়েকটি জোনকে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে।কন্টামিনেট জোনে রাস্তার ওপর মানুষের স্বাভাবিক চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তৃতীয় দফার লকডাউন এ নতুন দিশা নির্দেশ কেন্দ্রের তরফে জারি করা হয়েছে। স্কুল, কলেজ, জিমগুলো বন্ধ রয়েছে। কন্টামিনেশন জোনে সাধারণ মানুষের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আন্ত:রাজ্য পণ্য পরিষেবা যাতে রুদ্ধ না হয়ে পড়ে সেইজন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর জন্য কেন্দ্র কন্ট্রোল রুম গড়ে তুলেছে। যার টোল ফ্রি নম্বর প্রতিটি রাজ্যগুলিকে দেওয়া হয়েছে। চালকরা কোন অসুবিধার সম্মুখীন হলে এই নম্বরে ফোন করতে পারেন। তিনি আরও জানিয়েছেন পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে করোনা ছড়িয়ে পড়ার জেরে অ্যাডভাইজারি জারি করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, তৃতীয় দফার লকডাউন স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।রাজ্যগুলির মধ্যে যাত্রীবাহী রেল, বিমান পরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও সামাজিক, রাজনৈতিক সভা-সমাবেশেও নিষেধাজ্ঞা থাকবে।