BRAKING NEWS

সুরাটে পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিযায়ী শ্রমিকদের

সুরাট, ৪ মে (হি.স.) : গুজরাটের সুরাটে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধল পরিযায়ী শ্রমিকদের । ওই শ্রমিকরা তাঁদের রাজ্যে ফেরার দাবি জানিয়ে পথে নামলে ওই সংঘর্ষের সূচনা হয়। এই নিয়ে এই ধরনের চারটি সংঘর্ষের ঘটনা ঘটল সুরাটে ।  

সোমবার সুরাটের অদূরে ভারেলি অঞ্চলে জড়ো হন হিরে ও তাঁতশিল্পে যুক্ত পরিযায়ী শ্রমিকরা। বাড়ি ফেরানোর দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। তাঁদের শান্ত করার জন্য পুলিশ ডাকা হয়। পুলিশকে দেখে জনতা ইট ছুড়তে শুরু করে। পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাস ছোড়ে। লকডাউনের মধ্যে এই নিয়ে চারবার সুরাটে বিক্ষোভ দেখালেন ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা। এদিন সুরাটের পালানপুর পাতিয়া নামে আর এক জায়গায় শ্রমিকরা বিক্ষোভ দেখান।

এর আগে, গত ১০ এপ্রিল সুরাটে কয়েকশ পরিযায়ী শ্রমিক বিক্ষোভ দেখান। ১৫ এপ্রিল একদল শ্রমিক সুরাটের ভারাচাহা অঞ্চলে রাস্তা অবরোধ করেন। গুজরাটে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪২৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০৪২ জন। মৃতের সংখ্যা ২৯০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *