নয়াদিল্লি, ৪ মে (হি. স.): বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া প্রবাসী ভারতীয়দের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে বলে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এই সংক্রান্ত যাবতীয় অনুমতি মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে। ৭ মে থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।বিমানে করে এবং নৌবাহিনী জাহাজে করে প্রবাসীদের ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে যাবতীয় রূপরেখা তৈরি করা হয়েছে।বিদেশে আটকে পড়া ভারতীয়দের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে বিদেশমন্ত্রক।এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতাবাসের।
দেশে ফেরার জন্য বিমান ভাড়া যাত্রীদের দিতে হবে। বিমানে ওঠার আগে প্রত্যেকটি যাত্রীর স্ক্রীনিং করানো হবে। যাত্রা পথে কেন্দ্রীয় সরকারের দিশা নির্দেশ মেনে চলতে বাধ্য প্রত্যেক যাত্রী। দেশে ফেরার পর প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। দেশে ফেরার পর প্রত্যেকের করোনা পরীক্ষা হবে।তাদেরকে ১৪ দিনের জন্য কোরেনটিনে রাখা হবে।