হোজাই (অসম), ৪ মে (হি.স.) : কোভিড-১ নোভেল করোনায় আক্ৰান্ত হয়ে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেছেন অসমের জনৈক যুবক। মৃত যুবক মধ্য অসমের হোজাই কপাহবাড়ি করইউনির মহম্মদ বদর উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। গতকাল রবিবার সেইন্ট জৰ্জ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার প্রয়াতের পরিবারিক সূত্রে জানা গেছে, তিনদিন আগে পেটের অসুখে আক্ৰান্ত হলে বদর উদ্দিনকে গতকাল সকালে সেইন্ট জৰ্জ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছিল। তাঁর শরীরে অস্ত্ৰোপচারও হয়। অস্ত্রোপচারের করার পর তিনি মৃত্যুবরণ করেছেন বলে সূত্রটি দাবি করেছে। কিন্তু পেটের অসুখে আক্রান্ত হলেও তিনি কোভিড-১৯ সংক্রমিত ছিলেন বলে গতকালই নাকি ডাক্তাররা জানিয়েছেন, বলেছে বদর উদ্দিনের পারিবারিক সূত্র।