নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ লকডাউনেও রাজ্যে থেমে নেই অপরাধ৷ শনিবার সাতসকালে বিশালগড় থানাধীন রাঙাপানিয়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ রাঙাপানিয়া পুলিশ ক্যাম্প সংলগ্ণ জমির নালায় উদ্ধার করা হয়েছে রক্তাক্ত কমল দেবনাথ (৩৫) নামের এক যুবকের মৃতদেহ৷ পুলিশ জানিয়েছে, ওই যুবক সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার রাঙাপানিয়া এলাকার রামছড়া পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷
স্থানীয়দের বক্তব্য, কমল দেবনাথ অধিকাংশ সময় মদমত্ত অবস্থায় থাকতেন৷ এলাকায় তার বদনামও ছিল৷ আজ সকালে স্থানীয় লোকজন জমির ড্রেনে রক্ত মাখা দেহটি পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷
পুলিশ জানিয়েছে, কমল দেবনাথের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ এমন-কি মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে৷ পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে৷ ওই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি খুন হয়েছেন পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে৷
এদিকে, গান্ধীগ্রাম এলাকায় বিএসএফ ক্যাম্পের পাশে এক মহিলার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ওই মহিলার নাম আসেইম মেরী দেবী (৪০)৷ বাড়ি মণিপুরে৷ বিএসএফ ক্যাম্পের এক স্বাস্থ্যকর্মীর পরিচিত৷ লকডাউনের আগে তিনি এখানে এসেছিলেন৷ গতকাল রাতে আচমকা তিনি ওই স্বাস্থ্যকর্মীর আবাসন থেকে বেড়িয়ে যান৷ শনিবার সকালে তাঁর মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ক্যাম্পের পাশের জঙ্গলে দেখতে পান এলাকার লোকজন৷ সাথে সাথেই খবর দেয়া হয় এয়ারপোর্ট থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মহিলা তার মেয়ের সাথে শুক্রবার রাতে ফোনে কথা বলেছিল৷ মা ও মেয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়৷ তারপরও ওই মহিলা ঘর থেকে বেড়িয়ে যায়৷ অনুমান করা হচ্ছে তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷