BRAKING NEWS

অসমের করোনা-যোদ্ধাদের কুর্নিশ ভারতীয় সেনাবাহিনীর, আকাশপথে পুষ্পবৰ্ষণ, বেজেছে ব্যান্ড

গুয়াহাটি, ৩ মে (হি.স) : সিদ্ধান্ত মতোই রবিবার আকাশপথে পুস্পবৃষ্টি, যুদ্ধযানের আলো জ্বালানো, স্থলবাহিনীর ব্যান্ড বাজানো-সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনা। নিজের জীবনকে তুচ্ছ করে অতিমারি করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ দেশের চিকিৎসক নার্স-সহ অন্য চিকিৎসা কর্মীদের আজ আকাশপথে পুষ্পবৰ্ষণ করে অভিবাদন জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। এছাড়া হাসপাতাল চত্বরে সংশ্লিষ্টদের কুর্নিশ জানানো হয়েছে ‘সারে জাহা সে হিন্দুস্তা হামারা…’ গানের সুরে ব্যান্ড বাজিয়ে। ডাক্তার নার্স-সহ অন্য চিকিৎসা কর্মীরাও হাত তুলে করতালি দিয়ে প্রতি-অভিবাদন জানিয়েছেন সেনা বাহিনীকে।

মানবসেবার ব্ৰত নিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে মহাসংগ্রাম চালানোর জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালের করোনা-যোদ্ধাদের রবিবার সকাল ১০টায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ করে অভিবাদন প্রক্রিয়া শুরু হয়। সকাল দশটায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সাড়ে দশটায় মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতালের করোনা-যুদ্ধাদের কুর্নিশ জায়িয়েছেন সেনারা। হাসপাতালের নিৰ্দিষ্ট স্থানে দাঁড়িয়ে চিকিৎসা কর্মীরাও হাত তুলে করতালি দিয়ে প্রতি-অভিবাদন জানিয়েছেন সেনা বাহিনীকে।

কেবল হাসপাতালেই নয়, করোনা-যোদ্ধাদের অভিবাদন জানাতে গুয়াহাটির দিশপুরে জনতা ভবন (রাজ্য সচিবালয়)-এর ওপরও একইভাবে বায়ুসেনা হেলিকপ্টার থেকে পুষ্প বৰ্ষণ করেছে।

এদিকে আকাশপথ থেকে যখন পুষ্পবৃষ্টি হচ্ছে, একই সঙ্গে সংশ্লিষ্ট দুই হাসপাতাল ও জনতা ভবনে করোনা-যোদ্ধাদের ব্যান্ড বাজিয়ে শ্ৰদ্ধা ও সম্মান জানিয়েছেন সেনা জওয়ানরা। অভিবাদন কার্যসূচিতে ভারতীয় স্থল সেনা, নৌ সেনা এবং বায়ু সেনাবাহিনী যৌথভাবে অংশগ্রহণ করেছে।

প্রসঙ্গত, গতকাল (শুক্রবার) দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানদেৰ উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে দেশের ২৩টি কোভিড-১৯ হাসপাতালের উপর করোনা-সৈনিকদের জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ আকাশমাৰ্গ থেকে পুস্পবৃষ্টি, যুদ্ধযানের আলো জ্বালানো, ব্যান্ড বাজানো ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে করোনা-যোদ্ধাদের অভিবাদন জানিয়েছে ভারতীয় সেনা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *