BRAKING NEWS

মহারাষ্ট্র থেকে সাইকেলে উত্তরপ্রদেশের গ্রামের বাড়ি ফিরতে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক

বারবানি ২ মে (হি. স.) : করোনা সংক্রমণ এড়াতে দেশ জুড়ে চলছে লকডাউন। বন্ধ যানবহন। এই পরিস্থিতি মহারাষ্ট্র থেকে সাইকেল চালিয়ে উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে ফিরেত গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের । শনিবার তাঁর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম তাবরেক আনসারি। দু’দিন আগে মুম্বই শহরতলির ভিওয়ান্ডি থেকে সাইকেলে গ্রামের বাড়ি মহারাজগঞ্জে পৌঁছানোর জন্য রওনা দিয়েছিলেন । মধ্যপ্রদেশের বারবনি অবধি ৩৫০কিমি পাড়ি দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার মৃত্যু হয়েছে তাঁর। তাবরেকের সঙ্গে আরও ১০ জন শ্রমিক গ্রামে ফিরতে রওয়ানা দিয়েছিলেন। এমনটাই পুলিশ সূত্রের খবর।

মৃতের সফরসঙ্গী রমেশ গৌর বলেছেন, “ভিওয়ান্ডির যে পাওয়ার লুম সংস্থায় আমরা কাজ করতাম, লকডাউনের প্রভাবে সকলকে চাকরি খোয়াতে হয়। ফলে গ্রামে ফেরা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। তাই সাইকেলে চেপে বসি। আমাদের কাছে টাকা ও খাওয়ার কিছুই ছিল না। কিন্তু ৩৫০ কিমি গিয়েই শরীর খারাপ হয়ে যায় তাবরেকের। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।” পুলিশ সূত্রে খবর, অত্যাধিক পরিশ্রম, খালি পেট, ডি-হাইড্রেশন আর সানস্ট্রোক মৃত্যুর প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। মৃতদেহে ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *