নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় রাজ্য সরকার সক্রিয় ভাবে কাজ করছে৷ এক্ষেত্রে কোন ধরণের গাফিলতি নেই বলে দাবি করেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ সেই সাথে তিনি সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশের অভিযোগও খন্ডন করেছেন৷ তিনি বলেন, সিপিএম হতাশা থেকে অবান্তর কথাবার্তা বলছে৷
নবেন্দু বাবা আরও বলেন, সিপিএম এর জমানাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে অবস্থায় রেখে গিয়েছিল তা থেকে এখনও অনেকটাই উন্নত করা হয়েছে৷ স্বাস্থ্য পরিষেবাকে তলানিতে নিয়ে গিয়েছিল সিপিএম জমানা৷ বিরোধী দল সিপিএম যে দাবী তুলেছে তা বাস্তবের সাথে কোন মিল নেই৷
সমস্ত হাসপাতালে ওপিডি চালু করার বিষয়টি খন্ডন করে নবেন্দু ভট্টাচার্য্য বলেন রাজ্যের চারটি হাসপাতালে ওপিডি চালু রয়েছে৷ তাছাড়া দপ্তরের তরফ থেকে বহিঃরাজ্য থেকে আসা লোকদের নজরদারীতে রাখছে৷ রাজ্যের বাইরে যারা অবস্থান করছে তাদের বিষয়েও খোঁজ খবর রাখছে সরকার৷ সেই সাথে নবেন্দু ভট্টাচার্য্য অভিযোগ করেছেন, সিপিএম গোপানে গোপনে শহরে লোক জমায়েত করেছিল বদ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য৷