গুয়াহাটি, ৩০ এপ্রিল (হি.স.) : অসমে নয়া আরও চার কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের সকলে বঙাইগাঁও জেলার বাসিন্দা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১:৫৩ মিনিটে নিজের ট্যুইট হ্যান্ডলে এই দুঃসংবাদ দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন মন্ত্রী হিমন্তবিশ্ব। ট্যুইটে তিনি লিখেছেন, সতর্ক থাকুন, অসমে আরও চার কোভিড-১৯ পজিটিভের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১-এ বৃদ্ধি পেয়েছে। নতুন আক্রান্তদের সকলেই বঙাইগাঁও জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা। তবে তাঁদের নাম ঠিকানা জানাননি মন্ত্রী।
উল্লেখ্য, রেকর্ড অনুযায়ী আজ পর্যন্ত অসমে কোভিড-১৯ পজিটিভ মামলা ৪১ হলেও এর মধ্যে ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যোগ-বিয়োগ করে এ মুহূর্তে রাজ্যে মোট ১১ জন রোগী রয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।
মঙ্গলবার অসমে একদিনেই দুই করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মন্ত্রী হিমন্তবিশ্ব। তাদের একজন ছিল বঙাইগাঁওয়েরই ১৬ বছরের আফিয়া তাবাতসুন। মেয়েটির শরীরে ২৮ দিনের পরিবৰ্তে ৩৬ দিনে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আফিয়া হোম কোয়ারেন্টাইনে ছিল। এর মধ্যে কী করে সে আক্ৰান্ত হল, তা রহস্যজনক, গতকাল সাংবাদিকদের বলেছিলেন মন্ত্রী ড. শর্মা। ঘটনার অনুপুঙ্খ তদন্ত করতে বঙাইগাঁওয়ের জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
বঙাইগাঁওয়ের শালমারা এলাকার ১৬ বছরের আফিয়া তাবাতসুন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে তার দাদুর শরীর থেকে। তাকে প্রথমে বাড়িতে এবং পরবর্তীতে গত ৭ এপ্ৰিল বঙাইগাঁও হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছিল। আক্ৰান্ত মেয়েটি চাপরের করোনা আক্ৰান্ত জামাল উদ্দিনের নাতনি। গত ৭ এপ্ৰিল মানিকপুরের লুংজার গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের মেয়ে মালেকা খাতুনের বাড়ির ৬ সদস্যকে কোয়ারেন্টাইন করা হয়েছিল বঙাইগাঁও হাসপাতালে। ওই পরিবারের ৫ জন গিয়েছিলেন ধুবড়ির চাপরে করোনা আক্ৰান্ত জামাল উদ্দিনের বাড়িতে। করোনায় আক্ৰান্ত বাবা জামাল উদ্দিনের সংস্পৰ্শে আসার পর হাসপাতালে ভরতি করা হয়েছিল আমির হুসেন (৪৮), তাঁর পত্নী ও জামাল উদ্দিনের মেয়ে মালেকা খাতুন (৩৮), সন্তান যথাক্ৰমে আক্রান্ত আফিয়া তাবাতসুন (১৬), আবিদা খাতুন (১৩), হবিবর রহমান (১০) এবং খাদিজা বেগম (৬)-কে। আফিয়া ছাড়া বাকিদের নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জামাল উদ্দিনের নিজামউদ্দিন মরকাজ জামাত যোগ ছিল।