BRAKING NEWS

নগদ এগার লক্ষাধিক টাকাসহ বিস্তর নেশা সামগ্রী বাজেয়াপ্ত মোহনপুরে, গ্রেপ্তার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ নেশা বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল রানীর বাজার থানার পুলিশ৷ রানীর বাজার থানার অধীন মোহনপুরের এক বাড়িতে তল্লাসি চালিয়ে ১১ লক্ষাধিক টাকা নগদ উদ্ধার করা হয়েছে৷ তাছাড়া নেশার টেবলেট এসপি বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল সংখ্যায়৷ পুলিশ গ্রেপ্তার করেছে কৃষ্ণকান্ত দেবনাথ এবং চন্দন দেবনাথ নামে ওই বাড়ির দুই সদস্যকে৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে জিরানীয়ার এসডিপিও সুমন মজুমদার ওই বাড়িতে বিশাল সংখ্যায় পুলিশ নিয়ে তল্লাসী অভিযান চালায়৷ তল্লাসী অভিযানে ছিল জিরানীয়া থানা এবং রানীরবাজার থানার পুলিশও৷

দুই থানার ওসি সহ এসডিপিও অভিযান চালিয়ে ওই বাড়ির বিভিন্ন গোপন জায়গা থেকে নগদ ১১ লক্ষাধিক টাকা এবং নেশার টেবলেট বাজেয়াপ্ত করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *